মালদা

চাঁদা তুলে শ্মশানে মন্দির নির্মাণের কাজ শুরু করল পুরাতন মালদা যাত্রাডাঙা অঞ্চলের এলাকাবাসীরা

পুরাতন মালদা যাত্রাডাঙা অঞ্চলের পোপড়া শ্মশান কমিটির উদ্যোগে শুক্রবার একটি মন্দির নির্মাণের শিলান্যাস হয় ওই শ্মশানে। পোপড়া সার্বজনীন ঝলঝলিয়া শ্মশান কল্যাণ সমিতির সদস্যরা জানান পোপড়ার এই শ্মশানে কোন স্থায়ী কার্যালয় বা মন্দির ছিল না। তাই শ্মশান কমিটির উদ্যোগতারা উদ্যোগ নেন শ্মশানে একটি স্থায়ী কার্যালয় ও মন্দির নির্মাণ করবেন। এর জন্য এলাকাবাসীদের একত্রিত করে চাঁদা তুলে এদিন তারা শ্মশানে মন্দির নির্মাণের কাজটির শিলান্যাস করেন। এদিন এই মন্দির নির্মাণ কাজের শিলান্যাস করেন পোপড়ার বিশিষ্ট ব্যাক্তি রতন সরকার সহ অন্যান্য ব্যাক্তি বর্গরা।